লেখাপড়ারপাশাপাশিছাত্র-ছাত্রীদেরযথাযথমানসিকবিকাশওশারীরিকসুস্থতারকথাবিবেচনাকরেব্রিটানিয়াবিশ্ববিদ্যালয়প্রতিবছরশীতকালীনআউটডোরখেলার আয়োজনকরেথাকে।তারই ধারাবাহিকতায়এবছরবিশ্ববিদ্যালয়এরসকল ছাত্র-ছাত্রী, অফিসার, স্টাফওবিভিন্নবিভাগেরশিক্ষকবৃন্দেরজন্যসপ্তাহব্যাপী "আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪" এরআয়োজনকরাহয়,যেখানে ব্রিটানিয়াপরিবারেরসকলছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, অফিসারওস্টাফদেরস্বতঃস্ফূর্তঅংশগ্রহণপুরোআয়োজনটিকে বর্ণিলকরেতোলে।
গত ৩০-৩১ ডিসেম্বরে তিন ক্যাটাগরিতে প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়। ১লা জানুয়ারী ২০২৫, নতুন বছরের প্রথম দিনে ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরো টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন স্পোর্টস ক্লাবের এডভাইজর জনাবআবদুল্লাহআলমারুফ। সার্বিক সহযোগিতায় বিভিন্ন বিভাগের অনুষদবৃন্দ, শিক্ষার্থীগণ এবং স্টাফগণ নিয়োজিত ছিলেন।
পুরস্কারবিতরণীঅনুষ্ঠানেপ্রধানঅতিথিহিসেবেউপস্থিতছিলেনব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়েরসম্মানিত উপাচার্যপ্রফেসরডঃসুরজিৎসর্ববিদ্যা। এছাড়াআরোউপস্থিতছিলেনবিভিন্নঅনুষদের বিভাগীয়প্রধানসহসকলঅনুষদেরশিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিশ্ববিদ্যালয়এরসকলঅফিসারওস্টাফবৃন্দ। পুরস্কারবিতরণীঅনুষ্ঠানেসম্মানিতঅতিথিরাসকলখেলারবিজয়ীওরানারআপদেরমাঝেপুরস্কারতুলেদেন।অতিথিরাউনাদেরবক্তব্যেপড়ালেখারপাশাপাশিএজাতীয়ইভেন্টগুলোনিয়মিতআয়োজনেরব্যাপারেআশাবাদব্যক্তকরেন।
অফিসার-স্টাফ ইভেন্টে বিজয়ী হয়েছেন মোঃ শাহনেওয়াজ হোসাইন এবং প্রদীপ চন্দ্র কর্মকার, রানার-আপ হয়েছেন মোঃ জালাল এবং কাজী কাউসার। মেয়েদের ইভেন্টে বিজয়ী প্রিয়া সাহা এবং ফাতেমা বেগম, রানার-আপ হয়েছে মাহমুদা আক্তার প্রিয়া এবং কাজী মাইশা তাসনিম। ছেলেদের ইভেন্টে বিজয়ী হয়েছে আতিকুল ইসলাম শান্ত এবং সর্দার মোহাম্মদ আরিফ, রানার-আপ হয়েছে কৌশিক দাস এবং সাবির।