কুমিল্লায় এই প্রথম ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০ জন উদ্ভাবকের অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ইন্ট্রা ইউনিভার্সিটি হ্যাকাথন -২০১৯।
২৩ এপ্রিল ,২০১৯ সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় দিনব্যাপী হ্যাকাথন ২০১৯। অনুষ্ঠানের উদ্ভোধন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের চেয়্যারম্যান জনাব মোজাম্মেল হক।
প্রথমবারের মতো আয়োজিত দিনব্যাপী এহ্যাকাথনে অংশগ্রহণকারীরা বিভিন্ন খাতে দেশে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে সফটওয়্যার আইডিয়া ডেভলাপ করেছেন। যার মধ্যে প্রাধান্য পায় কৃষি, নারী সহিংসতা রোধ ও নিরাপত্তা, অগ্নিকান্ডের সময় দ্রুত সহায়তা প্রদান,সল্প খরচে স্মার্ট হোম নির্মান সহ বেশ কিছু এন্ড্রয়েড এপ্লিকেশন।
এ প্রতিযোগিতা শেষে প্রত্যেকটি খাতে আলাদা আলাদা করে ১টি করে মোট ৪টি পুরস্কার দেওয়া হয়েছে। নারী সহিংসতা ও নিরাপত্তা খাতে বিজয়ী হয়েছে টিম সিস্টেম ব্রেকারস, আর অন্যান্য খাতে পুরষ্কার প্রাপ্ত রা হলেন টিম ফ্যান্টাস্টিক আপস , টিম ভেনম এক্সস , টিম ব্ল্যাকহোল।
বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর তোফায়েল আহমেদ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। তিনি বলেন হ্যাকাথনের প্রত্যেকটি প্রজেক্টকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনী সকল সহায়তা দেওয়া হবে। তিনি মেয়েদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে কাজ করার আহবান জানান ।