×
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ডাইনামিক ওয়েবসাইটের উদ্বোধন

ক্রমবর্ধমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে  আরো আধুনিক, ফিচার সমৃদ্ধ ও সহজে ব্যবহার উপযোগী নতুন ডাইনামিক ওয়েবসাইট চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) নতুন ডাইনামিক ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সুরজিৎ সর্ববিদ্যা। 

 

ওয়েবসাইটটি ডেভেলোপ করেন এই বিশ্ববিদ্যালয়েরই সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সিপন পাল। উল্লেখ্য সর্বশেষ ওয়েবসাইটটিও তিনি ডেভেলোপ করেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইটি টিম এবং সিএসই বিভাগ। ওয়েবসাইটের ঠিকানা (www.britannia.edu.bd) আগের মতোই থাকছে।

 

নতুন ডাইনামিক ওয়েবসাইটে যে কোন ফিচারই খুব সহজে সংযোজন ও আপডেটের সুযোগ রয়েছে। ওয়েবসাইটে বাংলা ও ইংরেজী ভাষার কন্টেন্ট সুবিধা, ভর্তিচ্ছুদের জন্য প্রোগ্রামগুলোর পৃথক বর্ণনা, ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি ক্যালকুলেটর, এলামনাইদের প্রোফাইলগুলো শেয়ার করা হয়েছে। 

 

নতুন ডাইনামিক ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের জন্য নির্ধারিত ওয়েবপেজ রয়েছে; সেখানে বিভাগ সংক্রান্ত বিস্তারিত সব তথ্য দেওয়া রয়েছে। শিক্ষার্থীদের জন্য আলাদা প্যানেল করা হয়েছে। যেখানে শিক্ষার্থীরা রেজিস্ট্রার্ড ব্যবহারকারী হিসেবে বাড়তি সুবিধা পাবে। শিক্ষার্থীরা এই প্যানেল থেকে বিভিন্ন পেমেন্ট প্রদান, ইভেন্টে রেজিস্ট্রেশন, সেমিস্টারের ফলাফল দেখা ইত্যাদি সুবিধা প্রাপ্ত হবেন।

 

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুরজিৎ সর্ববিদ্যা বলেন, নতুন ওয়েবসাইটটি শিক্ষার্থীদের কর্মকান্ডকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের আপডেট সব তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা ও উপস্থাপনার ক্ষেত্রে নতুন ডাইনামিক ওয়েবসাইটটি ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন এই ডাইনামিক ওয়েবসাইট তৈরির কাজে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো: মিজানুর রহমান, রেজিস্ট্রার আসমা বেগম আভা, ডিরেক্টর এডমিন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক, ডেপুটি এক্সাম কন্ট্রোলার মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Event Gallery
×