নতুনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। গত ১১ নভেম্বর, ২০২৪ ইং ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের “ফল ২৪ সেমিস্টার” –এর ক্লাস কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ করে নেওয়া হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মো: মিজানুর রহমান। সম্মানিত অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা, একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম, ইভেন্ট-সেমিনার ইত্যাদি-এ অংশগ্রহণের ব্যাপারে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত জীবনের সফলতা তুলে ধরেন।
প্রারম্ভিক ক্লাসে শিক্ষার্থীদের একাডেমিক বিষয়াদি – রুটিন, কোর্স ডিস্ট্রিবিউশন, একাডেমিক ক্যালেন্ডার, সেমিস্টার সিস্টেম ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হয়। শিক্ষার্থীদের ক্যাম্পাসের বিভাগসমূহ, ল্যাব, লাইব্রেরী, বিভিন্ন অফিস-ফ্যাসিলিটি ঘুরে দেখানো হয়।