×
Seminar On "Lightening Talk On Career Road Mapping"

গত ২৩শে জুন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের উদ্যেগে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার বিষয়ক সেমিনার “Lightening Talk On Career Road Mapping” অনুষ্ঠানের উদ্ভোধন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক । দুই ঘণ্টার এই সেমিনারে অংশ নিয়ে অনেক কিছুই জানতে পেরেছেন বলে জানালেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী “ইফরাত বিনতে কাজী”। তিনি বলেন, ‘আর কিছুদিন পরেই আমাদের পড়ালেখা শেষ হবে। জীবনের গন্তব্য ঠিক করতে এ ধরনের সেমিনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থী ”প্রণয় চক্রবর্তী ” বলেন ‘আজকের এই সেমিনারে অংশ নিয়ে মনে হলো মেধা ও যোগ্যতা থাকলে চাকরি পাওয়া খুব একটা কঠিন বিষয় নয়। প্রয়োজন শুধু ধৈর্য আর আত্মবিশ্বাস।’। বিনা অভিজ্ঞতায় চাকরি পাওয়ার সুযোগ কতটুকু ?’ , ‘সিভিতে যে রেফারেন্স দেওয়া হয় তার গুরুত্ব কতটুকু?’ ‘সিভিতে গবেষণার অভিজ্ঞতা ব্যবহার করা যাবে কি?’ নিজের পছন্দ অনুযায়ি চাকরির প্রস্তুতি কিভাবে নেয়া উচিত?’ চাকরি নিয়ে তরুণদের এমন অসংখ্য প্রশ্নের উত্তর মিলছিল ক্যারিয়ার বিষয়ক এই সেমিনারে। ছাত্রছাত্রীদের ফ্রিল্যান্সিং ও এন্ড্রয়েড বিষয়ক ক্যারিয়ার শুরু করতে এক গুরুত্বপুর্ন দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা কীভাবে উপস্থাপন করবেন, নিজেদের ব্র্যান্ডিং, ও চাকরির সাক্ষাতকার পর্বে নিজেদের কতটা গুরুত্বপুর্ন ভাবে প্রকাশ করবেন সেসব দিকনির্দেশনা ও দেয়া হয়। এ বিষয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক বলেন “এই সেমিনার নিজেকে তৈরির মঞ্চ,বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই যদি আমরা চাকরির বাজার সম্পর্কে ধারণা নিতে পারি, তবে ভবিষ্যতে চাকরি পাওয়া নিয়ে ভয় অনেকটাই কেটে যাবে”। ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাব এই রকম আরও প্রোগ্রাম করতে আশাবাদী ।

×