×
Seminar On 𝗟𝗲𝘁'𝘀 𝗖𝗼𝗱𝗲 𝗬𝗼𝘂𝗿 𝗖𝗮𝗿𝗲𝗲𝗿 𝘁𝗵𝗿𝗼𝘂𝗴𝗵 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗶𝗻𝗴

গত ১৫ মে ২০২৪ তারিখে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের 𝐂𝐒𝐄 বিভাগ 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐇𝐞𝐫𝐨 এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐆𝐮𝐢𝐝𝐞𝐥𝐢𝐧𝐞 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐥 𝐒𝐤𝐢𝐥𝐥 অর্জনের রূপরেখা বিষয়ক একটি 𝐒𝐞𝐦𝐢𝐧𝐚𝐫 আয়োজিত হয়। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা, ট্রেজারার প্রফেসর মো: মিজানুর রহমান, ডিরেক্টর এডমিন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক, ডেপুটি কন্ট্রোলার অব এক্সাম (ইনচার্জ) এবং সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকগণ, এডমিন অফিসার সব বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐇𝐞𝐫𝐨 টিমের পক্ষে ছিলেন আবদুর রাকিব (COO, Programming Hero),  ইশমাম হোসেইন এবং সাব্বির আহমেদ। এছাড়া, ব্রিটানিয়ার দুজন শিক্ষার্থী যারা 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐇𝐞𝐫𝐨 কর্মরত আছে তারা (রাহাতুল আশেকিন শুভ নাজমুল হাসান) উপস্থিত ছিলেন।

 

সেমিনারে বক্তারা 𝐂𝐒𝐄 এবং 𝐍𝐨𝐧 𝐂𝐒𝐄 যাদের টেকনোলজি তে আগ্রহ আছে তারা কীভাবে 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐏𝐥𝐚𝐧 করবে এবং 𝑰𝑻 𝑰𝒏𝒅𝒖𝒔𝒕𝒓𝒚 তে কীভাবে 𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩 করতে পারে সম্পর্কে আলোচনা করেন। বর্তমান সময়ের টেকনোলজির ব্যাপ্তি, প্রয়োগ, 𝑰𝑻 𝑰𝒏𝒅𝒖𝒔𝒕𝒓𝒚 তে দেশে দেশের বাইরে জবের অপরচুনিটি নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এছাড়াও, একাডেমিক এক্টিভিটির পাশাপাশি শিক্ষার্থীরা প্রফেশনাল স্কিল কিভাবে অর্জন করবে, কম্পিটিটিভ প্রোগ্রামিং কিভাবে অগ্রসর হবে এবং সর্বোপরি ক্যারিয়ার প্ল্যানিং কিভাবে করবে তার দিক নির্দেশনা প্রদান করেন।

 

সেমিনার শেষে একটি কুইজের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত সক্রিয় অংশগ্রহণে একটি সফল সেমিনার হয়। সেমিনার শেষে ভোট অব থ্যাংকস প্রদান করেন মো: জাহিদুর রহমান, ফ্যাকাল্টি, সিএসই বিভাগ।

×