×
Inspiring Women in Engineering- 2019

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত “Inspiring Women in Engineering ” নারীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক মাসুম বকাউল, ও শিক্ষিকা রিতা আক্তার রিয়া, আমেনা আক্তার (কুবি)। শুরুতে নারীদের নিয়ে একটা প্রবাদ আছে “তুমি আমাকে শিক্ষিত মা দাও -আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো। নারীরা এখন কোন দিক থেকে পিছিয়ে নেই। সব কিছু ধাবিত হচ্ছে তারা। সব কিছুর মধ্যে দিয়েও ইঞ্জিনিয়ারিং সেক্টরে ধারুন ভাবে অগ্রসর হচ্ছে। তারা এখন ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইন, রোবোটিকস, প্রোগ্রামিং,ফটোগ্রাফি ইত্যাদি বিষয়ে পারদর্শী। তাই রিতা ম্যাম ভাষ্য মতে ” সফলতা আসবেই, তবে প্রচুর পরিশ্রম করতে হবে”। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আইডিয়া শেয়ারিং ছিলো যা উক্ত বিভাগের শিক্ষার্থী “তাহমিনা ওমর তমা” মেয়েদের নিরাপত্তার জন্য একটি অ্যাপস নিয়ে কাজ করছেন এবং আরেক শিক্ষার্থী ” কাজী ইফরাত জাহান” ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন। সুতরাং এরাই হতে পারে অন্যদের অনুপ্রেরণার উৎস। এবং আমেনা ম্যাম ভাষ্য মতে ” লক্ষ্যে পৌঁছাতে হলে এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে। তাছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনোদনের জন্য গান, কৌতুক, অভিনয় আয়োজন করা হয়! অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং তারি মধ্যে দিয়ে উক্ত ক্লাব সভাপতি নিজাম উদ্দিন রবিন তার সংক্ষিপ্ত বক্তব্য দেন। রিতা ম্যাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ধন্যবাদ উপস্থাপিকা, শিক্ষক ও শিক্ষার্থী কে আজকের অনুষ্ঠান সাফল্য মণ্ডিত করার জন্য।

×