×
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে "মহান বিজয় দিবস" উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজিত

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক গত ১৬ই ডিসেম্বর রোজ সোমবার বেলা ১১ টায় মহান বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর . সুরজিৎ সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) , বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার  প্রফেসর মো: মিজানুর রহমান। এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোজাম্মেল হক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান কিশোয়ার জেরিন, আইন বিভাগের চেয়ারম্যান আসমা আক্তার, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং সকল অফিসার স্টাফবৃন্দ।

 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত প্রভাষক কাজী মো: শাহপরান।

 

তারপর জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মান জ্ঞাপন এর মধ্য দিয়ে আলোচনা সভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

উক্ত আলোচনা সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে অনুভূতি ব্যক্ত করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্র ইসমাইল আবিদ। পরবর্তীতে সকল শিক্ষকবৃন্দ একে একে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক অত্যন্ত সুন্দরভাবে উনার রণাঙ্গনের কিছু অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন।

 

 অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত  উপাচার্য প্রফেসর . সুরজিৎ  সর্ববিদ্যা উনার বক্তব্যে বাংলাদেশের জাতিগত পেশাগত উন্নয়নে নেতৃত্বের বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি তার বক্তৃতায় ধরনের জাতীয় দিবসগুলোতে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

 

আলোচনা সভার সভাপতি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর মোঃ মিজানুর রহমান উনার বক্তৃতায় উনার তৎকালীন সময়ে শরণার্থী শিবিরে থাকার কিছু অভিজ্ঞতা তুলে ধরেন এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে উনার লিখা একটি বই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যের হাতে তুলে দেন এবং সেই বইয়ের কিছু কপি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে উপহার হিসেবে প্রদান করেন।

 

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা জনাব প্রদীপ চন্দ্র কর্মকার।

Event Gallery
×