×
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত

অদ্য ১০ ডিসেম্বর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছেনবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মো: মিজানুর রহমান, ডিরেক্টর এডমিন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক, ডেপুটি কন্ট্রোলার অব এক্সাম (ইনচার্জ) জনাব মোজাম্মেল হক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


দুই পর্বে সাজানো এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিবৃন্দের স্বাগত বক্তব্য নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া। অনুষ্ঠানের শুরুতে বর্তমান শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের কনভেনর কিশোয়ার জেরিন, চেয়ারম্যান, ইংরেজি বিভাগ। এরপর পর্যায়ক্রমে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডিরেক্টর এডমিন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর মো: মিজানুর রহমান।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি, মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের দিকগুলো তুলে ধরেন এবং সফল ক্যারিয়ার গঠনে ও ভাল চাকুরী, ব্যবসা ও উদ্যোক্তা হিসাবে শিক্ষার্থীর নানা সুযোগদানের প্রয়াস এর কথা নিশ্চিত করেন। সবার জন্য শুভকামনা জানিয়ে উনার বক্তব্যের সমাপ্তি টানেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাজানো হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। এতে নৃত্য, গান, নাটক কবিতা  আবৃত্তি, ফ্যাশন শোসহ আরো অনেক মনোমুগ্ধকর পরিবেশনা অন্তর্ভুক্ত হয়। পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ডক্টর সুরজিৎ সর্ববিদ্যা।

 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা সবার সক্রিয় অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানের আয়োজনে কার্যনির্বাহী পরিষদে ছিলেন কিশোয়ার জেরিন, আসমা আক্তার, ফারজানা তাবাসসুম রিমু এবং মোঃ জাহিদুর রহমান।

×